parbattanews

 বান্দরবানে ১৩ এপ্রিল থেকে বৈসাবি উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে ১৩ এপ্রিল থেকে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবী বা সাগ্রাইং উৎসব শুরু হবে। বান্দরবান জেলা বৈসাবি উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কো কো চিং মার্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

কো কো চিং মার্মা জানান, মার্মা বর্ষপঞ্জি অনুযায়ী ১৫ এপ্রিল সাংগ্রাইং আবাহন বা মূল উৎসব উদযাপন করা হবে। ১৩ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। উৎসবে জেলায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাক ও অলঙ্কার পরিধান করে নেচে-গেয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

সাংগ্রাইং উদযাপন কমিটি সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল বুদ্ধ মূর্তি স্নান ও শহরের রাজার মাঠে ১৫ ও ১৬ এপ্রিল ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

চাকমা, তঞ্চঙ্গ্যা ১২ এপ্রিল ফুলবিঝু, ১৩ এপ্রিল মূলবিঝু, ত্রিপুরা বৈসুক  এবং তঞ্চঙ্গ্যারা ১২ এপ্রিল জেলার রেইছা এলাকায় ঐতিহ্যবাহী ঘিলাখেলায় মেতে উঠবে।

Exit mobile version