parbattanews

বান্দরবানে ১৮ দলের ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে

মোঃ কামরান ফারুক, বান্দরবান থেকে:

বান্দরবানে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের শেষ দিনে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। বুধবার সকালের দিকে জেলা শহরের বিভিন্ন দোকান পাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য ও বেচাকেনা স্বাভাবিক হতে দেখা যায়।

আজ বুধবার (হাটবার) হওয়াতে জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়িরা কলা, সবজিসহ কৃষি পণ্য নিয়ে বাজারে স্বাভাবিক ভাবে বেচা কেনা করতে দেখা গেছে। এছাড়া ব্যাংক, বীমা, অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলানায় অপ্রতুল।

সকাল ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ দলের কোন নেতাকর্মীকে মিছিল, সমাবেশ, পিকেটিং করতে দেখা যায়নি। কিন্তু জেলা বিএনপি কার্যালয়ের সামনে কিছু সংখ্যক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে বান্দরবান থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও শহরের অভ্যন্তরে ছোট যানবাহন রিক্সা, টমটম চলাচল করছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  

Exit mobile version