parbattanews

বান্দরবানে ২ কোটি টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Bandarban shango scool pic-28.4

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান জেলা শহরে শুক্রবার পৃথক ভাবে প্রায় ২ কোটি টাকার ৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় শ্মশানের চেহ্রা-ইঃ ঘর, ৩০লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন কেন্দ্রীয় শ্মশানের বার্ণিং হাউজের পাশে ছাউনিযুক্ত গ্যালারীর উদ্বোধন করেন। এ ছাড়াও তিনি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই শ্মশানের দুতলা বিশিষ্ট মার্কেট ভবন এবং ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সাংগু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইহ্লা মার্মা, অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ অর রশিদ, পৌর মেয়র এম ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আবদুল আজিজ উপস্থিত ছিলেন।

Exit mobile version