parbattanews

বান্দরবানে ৩২জনকে পরীক্ষায় করোনা পাওয়া যায়নি, সামাজিক দূরত্বে মাঠে কাজ করছে প্রশাসন

করোনা মোকাবেলায় বান্দরবানে সামাজিক দূরত্ব বজায় রাখতে সড়কে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। জনসমাবেশ প্রতিরোধ,অপ্রয়োজনে সড়কে ঘোরাফেরা,স্বাস্থ্য সচেতনতা মেনে চলা এবং সামজিক দূরত্ব বজায় রেখে সড়কে চলাচল করতে জনসাধারণকে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার(৯ এপ্রিল) সকালে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সেনাবাহিনীর সদস্য ছাড়াও পুলিশের সদস্যরা কাজ করছে। আইন অমান্য করে সড়কে জমায়েত, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব না মানা ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এখনো বান্দরবানে কোন করোনা রোগী শনাক্ত না হলেও বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে অবস্থান করা ৩২ জনের দেহে করোনা আছে কিনা রক্তের নমুনা কক্সবাজার ও চট্টগ্রামে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে কারো শরীরের রক্তে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা।

Exit mobile version