parbattanews

বান্দরবানে ৪০টি হারানো মোবাইল ও ভুল নাম্বারে যাওয়া অর্থ উদ্ধার

বান্দরবানের অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং এর ভুল নাম্বারে যাওয়া অর্থগুলো উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার (২ অক্টোবর) দুপুরে আর্মড পুলিশ কার্যালয়ে মোবাইল ও নগদ অর্থ মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

আর্মড পুলিশ জানায়, অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খাঁনের দিক নির্দেশনায় মোবাইল ও অর্থ উদ্ধারের তৎপরতায় চালায় এএসআই মো. রবিউল করিম সিকদারের একটি টিম। এসময় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ৪০টি ও মোবাইল ব্যাংকিং এর ভুল নাম্বারে যাওয়া সাড়ে ৭৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরে মোবাইল ও নগদ অর্থ মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আর্মড পুলিশ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খাঁন বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আর্মড পুলিশ সবসময় সজাগ রয়েছে। দেশের চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যহত থাকবে।

Exit mobile version