parbattanews

বান্দরবানে ৬ রোহিঙ্গা আটক

প্রতীকী ছবি

বান্দরবানে সেনা রিজিয়ন এলাকায় কাজ করার সময় ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার (২৪জুন) দুপুরে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো- রহিম মোল্লা (১৪), মোহাম্মদ আমান উল্লাহ (২৬), মো. এনায়েত (১৭), জাফর আলম (২৮), মোহাম্মদ সিরাজ (১৫) এবং জোবায়ের হোসেন (১৮)। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের এমডিএস এলাকায় শ্রমিকের কাজ করার সময় এই ৬ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

আটকের পর তাদের পুলিশের মাধ্যমে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের কথা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, রোহিঙ্গা পরিচয় গোপন করে আটক ৬ জন কয়েকদিন ধরে সেনা রিজিয়নের এমডিএস এলাকায় শ্রমিকের কাজ করছিলেন। সোমবার তাদের সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা রোহিঙ্গার পরিচয় কথা স্বীকার করেন।

Exit mobile version