বান্দরবানে ৮ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত

DSC0

জেলা প্রতিনিধি, বান্দরবান :

পার্বত্যাঞ্চলের অধিবাসীদের জীবন সংস্কৃতি ও পরিবেশ পরিপন্থী পর্যটন উদ্যোগ প্রতিহত করার দাবিতে বান্দরবানে ৮ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে উইমেন্স রিসোর্স সেন্টার নেটওয়ার্ক (ডব্লিউআরএন) আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে সম্মেলনের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির প্রায় ২ শতাধিক নারীর অংশগ্রহণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সম্মেলনে মিলিত হয়।

শোভাযাত্রা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক কে. এম. তারিকুল ইসলাম। ৮ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুন্নাহার।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহাকারি পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন আহমেদ, সম্মেলনের আহবায়ক ডনাইপ্রু নেলী, নারী নেত্রী লালছানি লুসাইসহ তিন পার্বত্য জেলার নারী নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা পার্বত্যাঞ্চলে নারীদের প্রতি বৈষম্য দূর করে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আহবান জানান।

এছাড়াও পার্বত্যাঞ্চলের অধিবাসীদের জীবন, সংস্কৃতি, জীবন ও পরিবেশ পরিপন্থী পর্যটন উদ্যোগ প্রতিরোধের জোর দাবী জানান নারী নেতৃবৃন্দরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন