parbattanews

বান্দরবান আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ম্যা মাচিং

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

নির্বাচন কমিশনে আপিল করে বিএনপির জেলা সভাপতি ম্যা মাচিং প্রার্থিতা ফিরে পেয়েছেন। শেষ সময়ে শনিবার নির্বাচন কমিশন ম্যা মাচিংয়ের মনোনয়ন বৈধ ঘোষণা করে। এর মাধ্যমে মিথ্যা কলঙ্ক থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন ম্যা মাচিং গ্রুপের অনুসারীরা।

সূত্র জানায়, বিএনপি’র প্রার্থী সাচিং প্রু জেরী কর্তৃক উত্থাপিত ‘দলীয় মনোনয়ন পত্র সঠিক নয়’ আপত্তির পরিপ্রেক্ষিতে বিএনপি মনোনিত দাবিদার মিসেস ম্যা মাচিংয়ের মনোনয়নপত্র বাতিল করা। এ নিয়ে বান্দরবানে মনোনয়ন বৈধ হল চারজনের।

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, বিএনপি জেলার সভাপতি ম্যা মাচিংয়ের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে প্রমান হয়েছে কেন্দ্র থেকে ম্যা মাচিংকে বিএনপি মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, আমরা কোন তাবেদার ব্যক্তির রাজনীতি করি না। আমরা শহীদ জিয়ার রাজনীতি করি। দল যাকে মনোনয়ন দেবে জেলা বিএনপি তার পক্ষ হয়ে দল কাজ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।

Exit mobile version