parbattanews

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার(২৮ জানুয়ারি) সকালে মাদরাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আবু হাসান সিদ্দিক।

বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন।

এছাড়াও আরবী প্রভাষক মাওলানা মো. জমির, মাওলানা বদিউল আলম, সহকারী শিক্ষক মাওলানা ওসমান গণি, মাওলানা নুর মুহাম্মদ ছিদ্দিকি, সিনিয়র শিক্ষক আবুল বশর ছিদ্দিকি, সহকারী শিক্ষক ক্বারী এস.এম ইলিয়াছ, মাওলানা আলী আকবরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে।

Exit mobile version