parbattanews

বান্দরবান উপজেলা নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হলরুমে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ১৮মার্চ নির্বাচনে মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দেয়া আছে সেটা যথাযথভাবে পালন করতে হবে। নির্বাচন সংক্রান্ত কোন অবহেলা বা নির্বাচনী আইন লঙ্ঘন করা যাবেনা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

Exit mobile version