parbattanews

বান্দরবান জেলার ইমামদের সম্মানী প্রদান করল জেলা পরিষদ

জমির উদ্দিন:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে জেলার সকল মসজিদের ইমামদের সম্মানী ভাতা প্রদান করেছে। শুক্রবার বান্দরবান পৌর এলাকার মসজিদের ইমামদের হাতে সম্মানীর টাকা তুলে দেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমান। সম্মানী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫৬টি মসজিদের ইমামকে প্রায় লক্ষাধিক টাকার সম্মানী প্রদান করা হয়। শুক্রবার পৌর এলাকার পশ্চিম বালাঘাটা জামে মসজিদ, লেমু ঝিড়ি পাড়া মসজিদ, ভরা খালি মসজিদ, পূর্ব মুসলিম পাড়া মসজিদ, মুসলিম পাড়া জামে মসজিদ, পুলিশ লাইন সামনে মসজিদ, পুলিশ লাইন মসজিদ, ফজল আলী পাড়া মসজিদ, ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজ মসজিদ, ব্রিগেড মসজিদ, হাজী পাড়া মসজিদ, আর্মী ক্যান্টিন মসজিদ, লাল মিয়ার চর মসজিদ, বালাঘাটা বাজার মসজিদ, উত্তর বালাঘাটা জামে মসজিদ, ফানর্সির ঘোনা মসজিদ, বাজার জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, বরিশাল পাড়া মসজিদ, ফায়ার সার্ভিস মসজিদ, কলেজ মসজিদ, পি ডব্লিউ ডি মসজিদ, ক্যাচিং ঘাটা মসজিদ, নতুন পাড়া মসজিদ, স্টেডিয়াম মসজিদ, বনরূপা পাড়া মসজিদ, ছিদ্দিকী নগর মসজিদ, শিক্ষা কেন্দ্র মসজিদ, আর্মি পাড়া মসজিদ, ওয়াপদা ব্রীজ মসজিদ, কোর্ট মসজিদ, পোরস্থান মসজিদ, উপজেলা মসজিদ, মেম্বার পাড়া মসজিদ, পাহাড়িকা গেস্ট হাউসের পাশে মসজিদ, টারমিলাল মসজিদ, হাফেজ ঘোনা মসজিদ, পুলিশ ফাঁড়ি মসজিদ, থানা মসজিদ, পৌরসভা খানে খাহ মসজিদ, বাসস্টেশন মসজিদ, ইসলামপুর মসজিদের ইমমাদের হাতে এই সম্মানী দেওয়া হয়।

Exit mobile version