parbattanews

বান্দরবান জেলা শহরেই এবার করোনার শনাক্ত

এবার বান্দরবান জেলা সদরেই ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (২৫মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব টেস্টের রিপোর্ট প্রকাশের পর এই তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন অংসুই প্রু মারমা।

শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন লুম্বিনি পোশাক কারখানার শ্রমিক আনন্দ রুদ্র (৩২)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাও এলাকার বাসিন্দা বিমল কান্তি রুদ্রের ছেলে। অন‌্যজন ধনঞ্জয় দেবনাথ (৩৪)। তিনি স্বর্নমন্দির এলাকার মাক্সও হ্যান্ডগ্লাবস বিক্রেতা এবং চট্টগ্রামের পটিয়া বাটিখাইন এলাকার তরী মোহন দেবনাথের ছেলে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল বান্দরবান জেলার ঘুমধুমে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। তারও আগে ২৫ মার্চ থেকে বান্দরবানের তিনটি উপজেলা লগডাউন করা হয়।

এই পর্যন্ত জেলার নাইক্ষ্যংছড়ি, লামা, থানচি উপজেলায় ১৭ জন করোনা আক্রান্ত হলেও জেলা সদরে কেউ আক্রান্ত ছিলেন না।

এই কারণে অনেকটা স্বস্তিতেই ছিল বান্দরবান জেলা শহরের মানুষ। নতুন আক্রান্ত রোগীসহ বান্দরবানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

এদিকে জেলা শহরে করোনা শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে গার্মেন্টস ও বালাঘাটা এলাকার মতো জনবহুল এলাকার রোগী হওয়ায় এলাকার মানুষের ভাবনা বেড়েছে।

এই সংবাদ লেখাকালীন পর্যন্ত করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের আইসোলেশন ও সংশ্লিষ্ট এলাকা লকডাউনের বিষয়ে প্রস্তুতি চলছিল প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের।

Exit mobile version