parbattanews

বান্দরবান পৌর নির্বাচন: আ.লীগ ও অঙ্গ-সংগঠনের চার বিদ্রোহী নেতা বহিষ্কার

বান্দরবান পৌর নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় চারজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন বান্দরবান শহর যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য সালেহা বেগম, জেলা কৃষকলীগ সভাপতি মহরম আলী এবং পৌর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হারুন গাজী।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ জানান, দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগের ৩জন এবং জেলা কৃষকলীগের একজনকে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলার বাইরে কোনও আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবি, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ক্যাসা প্রু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আবুল কালাম মুন্না, এডভোকেট ইকবাল করিম, চৌধুরী প্রকাশ বড়ুয়া, কেলু মং মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ।

উল্লেখ্য, বহিষ্কৃত শহর যুবলীগের সহ সভাপতি আবুল কাশেম ১নং ওয়ার্ডে, কৃষকলীগ সহসভাপতি মহরম আলী ৩নং ওয়ার্ডে, পৌর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবং পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম ৪, ৫, ৬নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

Exit mobile version