parbattanews

বান্দরবান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Bandareban pic-27.5

স্টাফ রিপোর্টার:

বান্দরবান জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় পটিয়া ক্রীড়া একাডেমি জয় লাভ করে। অর্থায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পটিয়া ক্রীড়া একাডেমি বনাম মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, চকরিয়ার মধ্য উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৫/৬ গোলে পটিয়া ক্রীড়া একাডেমি জয় লাভ করে। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন পটিয়ার ধীমান বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে শহীদদের এবং ১৯৭৫ সালে ঘাতকদের নির্বিচারে গুলিতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা এবং আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে সুন্দর ও সু-শৃঙ্খল খেলা উপহার দেওয়ার জন্য খেলোয়ারদের প্রতি আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ারে জেনারেল ফকরুল আহসান, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার মিজানুর রহমান ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টর্নামেন্টে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামসহ জেলার ১০টি দল অংশ গ্রহণ করার কথা রয়েছে।

Exit mobile version