parbattanews

বান্দরবান বাজার ব্যবসায়ীদের ঈদ-এ মিলাদুন্নবী

স্টাফ রিপোর্টার :

বান্দরবান বাজর ব্যবসায়ীদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) ও খাজা মাইনুদ্দীন চিশতি (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেটে খুটাখালীর পীর সাহেব আলহাজ্ব হাফেজ আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ হিসেবে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করেন চট্টগ্রাম আশকারদীঘির পাড় শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু জাফর।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর। এছাড়াও মাহফিলে অতিগুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজার জামে মসজিদের খতিব মৌলানা এহসানুল হক আল মুইন, মৌলানা আব্দুল আওয়াল, মৌলানা বদিউল আলম, মৌলানা আবুল কালাম।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ এবং রাসুলের বিশ্বাসী, আল্লাহ একক ও তাঁর রাসুলের শেখানো পথের অনুসারী তাঁরাই জান্নাতী। আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনা এবং রাসুল (সাঃ) এর সুন্নাতকে যারা পালন করে এবং সুন্নাত পালনের জন্য মানুষকে আহবান জানান তারাই বেহেস্তি। আমাদের সকলকে একদিন এই ইহজগত ছেড়ে পরপারে চলে যেতে হবে। হাশর-কিয়ামতের দিন অবশ্যই আল্লাহকে আমাদের কৃতকমের্র হিসাব দিতে হবে। আমাদের প্রতিটি কাজের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ ভাল কাজের জন্য পুরস্কৃত করবেন আর খারাপ কাজের শান্তি দিবেন।

তাই আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি এবং অন্যকে ভাল কাজ করার পরামর্শ দান করি। পরিশেষে পীর সাহেব দেশ-জাতি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।

Exit mobile version