parbattanews

বান্দরবান বিজিবি সেক্টরের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Bandarban BJB pic-24.4
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বান্দরবান সেক্টরের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার শহরের সেক্টর রিয়ার কার্যালয়ে কেক কাঁটা ও প্রতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, বর্ডার গার্ড বাংলাদেশ বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, জেলা ও দায়রা জজ লামং, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল শরিফ হোসেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বোমাং রাজা উচ প্রু চৌধুরী, পৌর মেয়র মো. ইসলাম বেবী উপস্থিত ছিলেন। এছাড়া বান্দরবানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানিয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষা ও আইনশৃখলা পরিস্থি স্বাভাবিক রাখতে বান্দরবান বিজিবি সেক্টরের সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যহত রাখতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য ২০১৩ সালের এপ্রিলে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত ট্রেনিং সেক্টারে বান্দরবান সেক্টরের যাত্রা শুরু হয়। পরে এই সেক্টরের আওতায় রুমা ও আলীকদম দুটি ব্যাটালিয়নের কার্যক্রমও শুরু হয়। এ সেক্টরের কার্যক্রমের আওতায় ভারত ও মায়ানমার সীমান্তে বিস্তৃত অঞ্চল সুরক্ষায় কাজ করছে বিজিবি।

Exit mobile version