parbattanews

বান্দরবান মারমা বাজারে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক মহড়া

বান্দরবান প্রতিনিধি:

অগ্নিকাণ্ড দুর্ঘটনা মোকাবেলায় জন-সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবান মারমা বাজারে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) বিকালে বান্দরবান শহরের মারমা বাজারের আহমদ্দিয়া বস্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে দুর্ঘটনা সংঘটিত বিষয়ক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় তেলের ড্রামে অগ্নি নির্বাচক যন্ত্র দ্বারা আগুন নিভানোর কৌশলের প্রদর্শন দর্শকের সামনে তুলে ধরেন। এছাড়া অগ্নিকাণ্ড সংগঠিত হলে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে, সকলকে সাহসের সাথে যে কোনো দুর্ঘটনা থেকে মুক্তি পাবার কৌশল সম্পর্কে বিশদ ধারণা দেয়া হয়। মহড়ায় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফরহাদ উদ্দীনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং মারমা বাজার এলাকায় জনসাধারণ অংশ নেন।

Exit mobile version