parbattanews

বান্দরবান সদর ও আলীকদম উপজেলা চেযারম্যান নির্বাচনে ১৯ দলীয় প্রার্থী আবদুল কুদ্দুস এবং আবুল কালাম চেয়ারম্যান নির্বাচিত

1376437_232659846940025_1884591369_n

॥ পার্বত্যনিউজ রিপোর্ট॥

 তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান সদর ও আলীকদমের দুটি আসনেই বিজয়ী হয়েছেন ১৯ দলীয় প্রার্থি। বান্দরবান সদর আসনে ১৯ দলীয় প্রার্থি আবদুল কুদ্দুস এবং আলীকদম আসনে আবুল কালাম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বান্দরবান সদর উপজেলায় ৩৭ কেন্দ্রে বিএনপি’র সমর্থিত প্রার্থী আবদুল কুদ্দুছ মোটর সাইকেল প্রতীক নিয়ে ১১ হাজার ১শ’ ৯৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  পার্বত্য চট্টগ্রাম জনসংহতিসমিতি(পিসিজেএসএস) এর সমর্থিত প্রার্থী উইন মং মারমা(জলিমং) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৯১৩১ভোট। বান্দরবান সদরের মোট ভোটার হচ্ছে ৫৪ হাজার ৭ শত ১২ জন।তৎমধ্যে মহিলা ভোটার ২৪ হাজার ৬শত ৩৪ জন এবং পুরূষ ভোটার হচ্ছে ৩০ হাজার ৭৮ জন। মোট ভোট কেন্দ্র ৩৭টি,কক্ষ ১শত ৭৭টি।

আলীকদম উপজেলার ১৫টি  কেন্দ্রে বিএনপি’র সমর্থিত প্রার্থী আবুল কালাম দোয়াত-কলম প্রতীক নিয়ে  ৮হাজার ৩শ’ ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী জামালউদ্দিন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৬৮ভোট। আলীকদম উপজেলার মোট ভোটার হচ্ছে ২৪ হাজার ৬ শত ৮৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১২ হাজার ৭ শত ৮৪ জন এবং মহিলা ভোটার হচ্ছে ১১ হাজার ৯ শত ০৫জন। মোট ভোট কেন্দ্র ১৫টি,ভোট কক্ষ ৭৭টি।

জেলা রিটার্নিং অফিসার ইশরাত জামান এই ফলাফল ঘোষণা করেন।

 

Exit mobile version