parbattanews

বান্দরবান সদর থানায় ওপেন হাউজ ডে পালিত

নিজস্ব প্রতিনিধি:

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বান্দরবানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশকে সহায়তার পাশাপাশি পুলিশের সেবা গ্রহণ কে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বান্দরবান সদর থানা প্রাঙ্গনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কামরুজ্জামান।

এসময় তিনি বলেন, পুলিশ প্রশাসন আগের চেয়ে অনেকটাই উন্নত সেবা প্রদান করছে। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সেবা পাচ্ছে প্রান্তিক জনগণ। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশের অসংখ্য সদস্য।

এসময় তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াছির আরাফাত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জামাল উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জোহরা চৌধুরী, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সদর থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

Exit mobile version