parbattanews

বান্দরবান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের নিয়োগ পত্র হস্তান্তর

Bandarban mp 20.7.2013

জমির উদ্দিন:

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উ শৈ সিং এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষার মানন্নয়নে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই বিতরন, শিক্ষার্থীদের স্কুলে বিনাবেতনে পড়ার সুযোগ করে দিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষে গ্রামে গ্রামে নতুন বিদ্যালয় স্থাপন করছে। নতুন বিদ্যালয়ে ও শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে সচ্ছ ভাবে জেলা পরিষদ শিক্ষক নিয়োগ দিচ্ছে।

তিনি আরও বলেন কোমলমতি শিশুদের প্রাথমিক স্থরে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে যোগ্য ও মেধাবি শিক্ষকের প্রয়োজন। তাই জেলা পরিষদ নিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকের শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে মেধাবীদের শিক্ষক পদে নিয়োগ দিয়েছে। শনিবার জেলা পরিষদের মিলনায়তনে বান্দরবান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের নিয়োগ পত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য কাজি মজিবর রহমান, কাঞ্চন জয় তঞ্চগ্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার লামা, নাইক্ষংছড়ি, রুমা, থানছি ও আলীকদম উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে শূন্যপদে ২০জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য ১০জন নারী ও ১০জন পুরুষ।

Exit mobile version