parbattanews

বান্দরবান সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু আমতলী এলাকা থেকে সূধির নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যার পর নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপির সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছে সে ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তার বাবার নাম বিমল।

বিজিবি জানায়, আজ শুক্রবার আটক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার সীমান্তের চাকঢালা পয়েন্ট থেকে এক নেপালি নাগরিক আটক করেছিল ১১ বিজিবির সদস্যরা।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত মঙ্গলবার আটক নেপালি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান জেলা আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান।

তিনি বলেন, ‘আদালত রিমান্ড মঞ্জুর করলে সে আসলে কী উদ্দেশ্যে মিয়ানমার সীমান্তে ঘোরাফেরা করছিল বিস্তারিত জানা যাবে।’

সূত্র: আজকের পত্রিকা

Exit mobile version