parbattanews

বান্দরবান সেনাবাহিনীর ত্রাণ তৎপরতা

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন সেনাবাহিনীর জি-টু মেজর ইফতেখার

টানা আট দিনের বর্ষণে বান্দরবানে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার ১৪ জুলাই সকালে শহরের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত লোকদের মাঝে ত্রাণ বিতরণ করেন বান্দরবান রিজিয়নের জি-২ মেজর মোহাম্মদ ইফতেখার পিএসসি।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের খোঁজ নেন এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন- পাহাড়ের জনগনের জানমাল রক্ষা ও গন মানুষের জীবনযাত্রা মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কোন পরামর্শ ও সহাবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী ছিলো এবং থাকবে বলে জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিআই ও ওয়ারেন্ট অফিসার মোঃ আমজাদ হোসেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বান্দরবান জেলার আহবায়ক মোঃ মিজানুর রহমান আখন্দ যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।

Exit mobile version