parbattanews

বান্দরবান সড়কে শোভাবর্ধনে ১ লাখ চারা রোপন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর।

শনিবার (১৭ জুলাই) দুপুরে কেরাণীহাট-বান্দরবান-চিম্বুক সড়কে শোভাবর্ধনকারী প্রজাতির ২৭ হাজার চারা একযোগে রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান- পাহাড়ি সড়কে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, শিমুল, পলাশের চারা রোপন করার মাধ্যমে বান্দরবান শহরকে একটি সুন্দর ও নান্দনিক শহরে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন তিনি।

চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদ, বান্দরবান বন বিভাগ ও পাল্পউড বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version