parbattanews

বান্দরবান সড়ক বিভাগের বেহাত হওয়া ভূমি উদ্ধারে বীর বাহাদুর এমপির হস্তক্ষেপ চাইলেন যোগাযোগ মন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান সড়ক বিভাগের যোগসাজেসে ভূমিদস্যুা জবর-দখল করে রাখা ভূমি উদ্ধারের ব্যবস্থা নিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর এমপির সহযোগীতা চাইলেন যোগাযোগ মন্ত্রী ওবাইয়দুল কাদের। গতকাল শনিবার সকালে বালাঘাটায় চন্দ্রঘোনা-বান্দরবান সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে বান্দরবান সড়ক বিভাগের কর্মকর্তাদের যোগসাজেসে সড়ক বিভাগের ভূমি ভূমিদস্যুরা দখল করে নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, সড়ক ও জনপথের ভূমি যারা জবর-দখল করে রেখেছে তা উদ্ধার এবং সড়ক বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সাংসদ বীর বাহাদুর এমপিকে দায়ীত্ব দিয়েছেন। এসময় বীর বাহাদুর এমপি দ্রুত সড়ক বিভাগের বেহাত হওয়া ভূমি উদ্ধার করা হবে বলে ঘোষনা দেন। জানা গেছে, বান্দরবান-কেরাণীহাট সড়কের মেঘলাসহ শহরের বিভিন্ন এলাকায় সড়ক ও জনপদ বিভাগের সড়কের পাশে প্রায় ২০ একর ভূমি সড়ক বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজেসে ভূমিদস্যুরা জবর-দখল করে নিয়েছে। এনিয়ে বিভিন্ন সময় স্থানীয় সাংবাদিকেরা সংবাদ প্রচার করলেও টনক নড়েনি সড়ক বিভাগের কর্তৃপক্ষের।

Exit mobile version