parbattanews

বান্দরবান ৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃষিযন্ত্র বিতরণ

বান্দরবান উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৮ কোটি টাকার ব্যায়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও অত্যাধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্য অংপ্রু মারমার সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি টাকা ব্যায়ে আরসিসি গার্ডার ব্রিজ ও জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পাকা ভবন উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে কৃষি থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। পাহাড়ের আনাচে-কানাচে যে উন্নয়ন হচ্ছে তা শুধু দেশনেত্রী প্রধামমন্ত্রী শেখ হাসিনার সুবাধে।

অনুষ্ঠানে শেষে কৃষকদের মাঝে অত্যাধুনিক ধান রোপণ যন্ত্রসহ বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করে সমাপ্তি ঘোষণা করা হয়।

Exit mobile version