parbattanews

বান্দরবা‌নে বাল্যবিবাহ প্রতি‌রো‌ধে করনীয় সংলাপ 

বান্দরবা‌নে বাল‌্য বিবাহ প্রতি‌রো‌ধে করনীয় সংলাপ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২৮ অ‌ক্টোবর) জেলা প্রশাসক মিলনায়ত‌নে বাল‌্যবিবাহ প্রতি‌রো‌ধে করনীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় তি‌নি ব‌লেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। নারীর অগ্রযাত্রায় বাল্যবিবাহ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি প্রতিরোধের লক্ষ্যে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রণয়ন করে‌ছে।

তি‌নি আ‌রো বলেন, বান্দরবান পার্বত্য জেলার অধিকাংশ মানুষ পাড়াকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করে। এ সমাজ ব্যবস্থায় পাড়া কারবারী ও হেডম্যানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ‌তি‌নি ব‌লেন, পাড়ার অধিবাসীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে তাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। এছাড়া, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর বিভিন্ন ধারা উল্লেখপূর্বক প্রশাসনের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বানও জানান জেলা প্রশাসক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী, পরিবার পরিকল্পনা বিভা‌গের উপ প‌রিচালক অং চা লুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version