parbattanews

বান্দরবা‌নে বিলুপ্ত প্রজা‌তির পেঁচা অবমুক্ত

বান্দরবা‌নের রেইচার মো. নজরুল ইসলা‌মের খামা‌রের পাশ থে‌কে এক‌টি বিলুপ্ত প্রজা‌তির ইউ‌রো‌পিয়ান ঈগল পেঁচা উদ্ধার ক‌রে বাগা‌নের কেয়ার টেকার আদর বাবু তঞ্চঙ্গ‌্যা। প‌রে এ‌টি‌ বাগান মা‌লিক ও পার্বত‌্য নিউ‌জের বান্দরবান ব‌্যু‌রো মো. নজরুল ইসলাম (টিটু) এর সহ‌যো‌গিতায় বন বিভা‌গের কর্মকর্তা‌দের কা‌ছে হস্তান্তর করা হয়।

শ‌নিবার (১২মার্চ) সকা‌ল ১১টার সময় ইউ‌রো‌পিয়ান ঈগল পেঁচা‌টি‌কে বন বিভা‌গের কা‌ছে হস্তান্তর করা হয়।

এ বিষ‌য়ে মো. নজরুল ইসলাম (‌টিটু) ব‌লেন, শুক্রবার রা‌তে এক‌টি পা‌খি অসুস্থ অবস্থায় খামা‌রের পা‌শে অবস্থান নি‌লে বাগা‌নের কেয়ার টেকার সে‌টি‌কে এক‌টি ঘ‌রে নি‌য়ে নিরাপ‌দে রা‌খে। প‌রে তা‌কে ছোট মাছও খে‌তে দেয়া হয়। আজ শ‌নিবার (১২মার্চ) সকা‌লে বাগা‌নে গি‌য়ে দেখ‌তে পাই এ‌টি এক‌টি বিলুপ্ত প্রজা‌তির পেঁচা। এ সময় এ‌টি সম্পর্কে বন বিভাগ‌কে অব‌হিত কর‌লে বন বিভা‌গের সদর রেঞ্জ সহকারী কেএম মাহমুদুল হাসান ও মোঃ জা‌কির হো‌সেন পা‌খি এ‌সে নি‌য়ে যায়। প‌রে তা রোয়াংছ‌ড়ির তারাছার গভীর জঙ্গ‌লে অবমুক্ত ক‌রেন।

এ বিষ‌য়ে বান্দরবান সদর রে‌ঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল ক‌রিম ব‌লেন, রেইচা এলাকায় নজরু‌লের সহ‌যো‌গিতায় তার বাগান থে‌কে পাওয়‌া পেঁচা‌টি তারাছার গহীন জঙ্গ‌লে অবমুক্ত করা হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে বান্দরবান বন বিভা‌গের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহাবুব মো‌র্শেদ ব‌লেন, আমরা রেইচার নজরুল এর বাগান থে‌কে এক‌টি বিলুপ্ত প্রজা‌তির ঈগল পেঁচা পে‌য়ে তা রোয়াংছ‌ড়ির তারাছার গহীন জঙ্গ‌লে অবমুক্ত ক‌রে‌ছি। বিলুপ্ত প্রজা‌তির এ পেচা‌টি বন বিভাগ‌কে হস্তান্তর করায় তি‌নি বাগান মা‌লিক বাগান মা‌লিক ও পার্বত‌্য নিউ‌জের বান্দরবান ব‌্যু‌রো‌কে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছেন।

Exit mobile version