parbattanews

বান্দরবা‌নে বিহার অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান সদ‌রের কুহালং ইউনিয়নের মিন‌ঝি‌রি পাড়া বৌদ্ধ বিহার থে‌কে বিহারে অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বিহার অধ্যক্ষের নাম নন্দ বংশ মহাথেরো (৭৪) তি‌নি রোয়াংছ‌ড়ির আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলীর মংহ্লাচিং মার্মার ছে‌লে।

র‌বিবার (১২ জুন) মি‌নি‌ঝি‌রি পাড়া বৌদ্ধ বিহা‌রে এ ঘটনা ঘ‌টে।

এলাকাবাসীরা জানায়, মেখ্যাইচিং মারমা (১০) নামে ওই বিহা‌রে অবস্থানরত এক ছাত্রী সকালে বিহারের পিছ‌নে প্রার্থনার জন্য ফুল তুল‌তে গে‌লে বিহা‌রের পা‌শে গলায় ফাঁস লা‌গি‌য়ে ঝুলন্ত অবস্থায় অধ্যক্ষের লাশ দেখ‌তে পায়। প‌রে না‌নি‌কে বিষয়‌টি জানা‌লে নানী পাড়াবাসী‌কে খবর দেয়। প‌রে পাড়াবাসীরা পু‌লিশ‌কে জানা‌লে পু‌লিশ এসে অধ্যক্ষের লাশ উদ্ধার ক‌রে।

বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বৌদ্ধ বিহারের সামনে গলায় দড়ি দিয়ে ফাঁসরত অবস্থায় নন্দ বংশ মহাথের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি আমাকে জানায় এবং আমি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে।

Exit mobile version