parbattanews

বান্দরবা‌নে ভোট গ্রহণ শেষ, চল‌ছে গণনা

বান্দরবা‌নের রুমা ও আলীকদ‌মের দুই উপ‌জেলার ৮টি ইউ‌নিয়নে ভোট কে‌ন্দ্রে ভোট গ্রহন শেষ হ‌য়ে‌ চল‌ছে ভোট গণনা।

ররোববার (২৮ন‌ভেম্বর) সকা‌ল ৮টায় কে‌ন্দ্রে কে‌ন্দ্রে ভোট গ্রহন শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪টার সময়। এরপর শুরু হয় গণনা।

সকা‌লে রুমা আদর্শ সরকারি প্রাথ‌মিক উচ্চ বিদ‌্যালয়, বে‌থেল পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, বগামুখ পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, কং‌গো পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, মুনলাই পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ ভোট কেন্দ্রগু‌লো‌তে কিছু তুচ্ছ ঘটনা ছাড়া দিনব‌্যাপী চ‌লে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহণ।

দিনব‌্যাপী প্রতি‌টি ভোট কে‌ন্দ্রে নারী ভোটা‌রের বে‌শি উপ‌স্থি‌তি লক্ষ‌্য করা গে‌ছে। এসময় জেলার ৮টি ইউ‌নিয়‌নের কোথাও কোন অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি। বিকাল ৪টায় ভোট গ্রহণ শে‌ষে শুরু হয় ভোট গণনা।

উল্লেখ্য এবা‌রের ২ধা‌পের ইউ‌পি নির্বাচ‌নে রুমা ও আলীকদমের ৮টি ইউ‌নিয়‌নে চেয়ারম্যান পদে ‌মোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছে। এছাড়া ১০‌টি কে‌ন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা‌দের যাতায়া‌তে হে‌লিকপ্টার ব‌্যবহার করা হ‌য়ে‌ছে।

Exit mobile version