parbattanews

বান্দরবা‌নে ভোট গ্রহণ শেষ, চল‌ছে গণনা

বান্দরবা‌নের লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির দুই উপ‌জেলার ৯‌টি ইউ‌নিয়নের ভোট কে‌ন্দ্রে ভোট গ্রহন শেষ, চল‌ছে ভোট গণনা। এ‌দি‌কে লামার সরই‌তে সতন্ত্র প্রার্থী আবু হা‌নিফ এর ভোট বর্জনের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

বৃহস্প‌তিবার (১১ন‌ভেম্বর) সকা‌ল ৮টায় কে‌ন্দ্রে কে‌ন্দ্রে ভোট গ্রহন শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪টার সময়। এরপর শুরু হয় গণনা।

বাইশারী ও দোছ‌ড়ি দু‌টি ইউ‌নিয়‌নের কড়লিয়া মুড়া‌ সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, না‌রিশ বুনিয়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, ২১নং বাইশারী সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, ৩৪নং তুফান আলীপাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ ভোট কেন্দ্রগু‌লো‌তে কিছু তুচ্ছ ঘটনা ছাড়া দিনব‌্যাপী চ‌লে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহন।

এ‌দি‌কে লামার সরই‌তে সতন্ত্র প্রার্থী আবু হা‌নিফ ভোট বর্জনের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। দিনব‌্যাপী প্রতি‌টি ভোট কে‌ন্দ্রে নারী ভোটা‌রের বে‌শি উপ‌স্থি‌তি লক্ষ‌্য করা গে‌ছে। এসময় জেলার ৯‌টি ইউ‌নিয়‌নের ৮২‌টি কে‌ন্দ্রের কোথাও কোন অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি। বিকাল ৪টায় ভোট গ্রহন শে‌ষে শুরু হয় ভোট গণনা।

এবা‌রের ২ধা‌পের ইউ‌পি নির্বাচ‌নে লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির ৯‌টি ইউ‌নিয়‌নে চেয়ারম্যান পদে ‌মোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা কর‌ছে। মোট ভাটার র‌য়ে‌ছে ৭২ হাজার ৮৪৫জন। এর মধ্যে পুরুষ ভোটার র‌য়ে‌ছে ৩৭হাজার ৪৫৪জন ও মহিলা ‌ভোটার ৩৫ হাজার ৪৩১জন। মোট ভোট কেন্দ্র র‌য়ে‌ছে ৮২‌টি।

Exit mobile version