বান্দরবা‌নে শুরু হ‌য়ে‌ছে ভোট গ্রহণ

fec-image

বান্দরবা‌নের লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির দুই উপ‌জেলার ৯‌টি ইউ‌নিয়নের ভোট কে‌ন্দ্রে শুরু হ‌য়ে‌ছে ভোট গ্রহণ।

বৃহস্প‌তিবার (১১ন‌ভেম্বর) সকা‌ল ৮টায় কে‌ন্দ্রে কে‌ন্দ্রে শুরু হয় ভোট গ্রহন।

সকা‌লে বাইশারী ও দোছ‌ড়ি দু‌টি ইউ‌নিয়‌নের কড়লিয়া মুড়া‌ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, না‌রিশ বুনিয়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, ২১নং বাইশারী সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ ক‌য়েক‌টি ভোট কেন্দ্র ঘু‌রে দেখা গে‌ছে, ভোটাররা সবাই শা‌ন্তি পূর্ণভা‌বে লাই‌নে দা‌ঁড়ি‌য়ে তা‌দের ভোট প্রদান ক‌রছে।

প্রতিবা‌রের ন‌্যায় এবারও ভোট কে‌ন্দ্রে পুরু‌ষের চে‌য়ে ম‌হিলা ভোটা‌রের উপ‌স্থি‌তি বে‌শি। এখা‌ন পর্যন্ত শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহণ চল‌ছে। ত‌বে দু‌টি ইউ‌নিয়‌নের কোথাও কোন অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

এবা‌রের লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির ৯‌টি ইউ‌নিয়‌নে চেয়ারম্যান পদে ‌মোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছে।
এখা‌নে মোট ভোটার র‌য়ে‌ছে ৭২ হাজার ৮৪৫জন। এর মধ্যে পুরুষ ভোটার র‌য়ে‌ছে ৩৭হাজার ৪৫৪জন ও মহিলা ‌ভোটার ৩৫ হাজার ৪৩১জন। মোট ভোট কেন্দ্র র‌য়ে‌ছে ৮২‌টি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন