parbattanews

কাপ্তাই বারঘোনা বিদ্যালয়ে ৫৪ বছর পর পূর্ণমিলনী

প্রাক্তন শিক্ষার্থীদের সম্মননা পুরস্কার প্রদান করছেন উপজেলা চেয়ারম্যান

চন্দ্রঘোনা বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৫৪ বছর পর পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে।

শনিবার(১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দিন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ৪৫ বছর পর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের এ উৎসবে,আমেজে মেতে উঠে প্রতিষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতি তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বাহারি রঙের শাড়ি, খোপায় ফুল এবং প্রাক্তন ছাত্রর  ট্রি-শার্ট পরিধান করে । বর্তমানে অত্র বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীরাও এ উৎসবে অংশ নিয়ে আনন্দ মেতে উঠে।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলেনের মাধ্যমে শিক্ষার্থীরা পূর্ণমিলনী কার্যক্রমের মুল প্রস্ততি শুরু করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিহার রঞ্জন তনচংঙ্গ্যা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যাসহ শিক্ষক/শিক্ষার্থীগন।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মফিজুল হক বলেন, স্মৃতি সময় নিজ প্রতিষ্ঠানে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে আসে। এটাই হল স্কুলের ভালবাসা, এটাই হল মিলন মেলা। অতঃপর প্রাক্তন শিক্ষার্থীদের সম্মননা পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version