বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলমের জেলার সফল চেয়ারম্যানের স্বর্ণপদক লাভ

badiul alam
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা এ,এইচ,এম  বদিউল আলম ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংগঠন কর্তৃক বিশেষ অবদানের জন্য ককসবাজার জেলার সফল ইউপি চেয়ারম্যান হিসেবে স্বাধীনতা স্বর্ণপদক/২০১৪ লাভ করেছেন।

গত ১ মার্চ ৪৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ঢাকায় “স্বাধীনতার ৪৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি”শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত পদক প্রদান করা হয়। সংগঠনের উপদেষ্টা প্রবীণ ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্দা মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিচালক রোকন উদ-দৌলা, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্দা ডিআইজি মো: আনোয়ার হোসেন। এ দিকে বারবাকিয়া চেয়ারম্যান স্বর্ণপদক লাভ করায় বারবাকিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন