parbattanews

বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলার শীর্ষে

পেকুয়া প্রতিনিধি:
প্রাথমিক সমাপনী পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে পেকুয়ার বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জন বৃত্তি পেয়ে আবারো উপজেলার শীর্ষে অবস্থান করছে।

সদ্য প্রকাশিত বৃত্তির ফলাফলে জানা যায়, ওই বিদ্যালয় থেকে ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২১ জন এ প্লাস পেয়েছিল। তাদের মধ্য থেকে ১০ জন ট্যালন্টেপুল ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

ট্যালন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হল: আবদুল্লাহ আবরার, মুশফিকুর রহমান মানসিব, আশরাফ আলী, শেফা আক্তার, লুবাবা সাজনিন অপি, আরতামিকা নোভা, মুবিনা আক্তার, হালিমা আক্তার, রাজিয়া সোলতানা সুমি, মর্জিনা আক্তার এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হল: মনির হোসেন, জায়েদা হোসনা মুন্নি।

ফলাফল ভাল হওয়ায় এক প্রতিক্রিয়ায় বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা, পরিচালনা কমিটির সুপরামর্শ ও সহযোগিতার কারনে এ ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। আগামীতে এ ভাল ফলাফল অব্যাহত রাখার জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

Exit mobile version