বার্সোলোনায় জয়া আহসানের ‘নকশিকাঁথার জমিন’

fec-image

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘নকশিকাঁথার জমিন’১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী

ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে জয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, আমাদের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’ ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার পর এবার মনোনীত হয়েছে ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে।

তিনি আরো লিখেছেন, মানবাধিকারভিত্তিক সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘটমান চলচ্চিত্র উৎসব এটি। উৎসবটি শুধুমাত্র স্পেনেই নয়, বরং সারা বিশ্বের মধ্যে মানবাধিকারের ওপর হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসানের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’। নুরুল আলম আতিকের পরিচালনায় সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন