parbattanews

বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও

বাল্য বিবাহ

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে ঠেকালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খাঁন। ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালি গ্রামে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইউএনও মারুফুর রশিদ খাঁন কনের বাড়িতে গিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করে দেন।

এলাকাবাসী সূত্র জানা যায়, বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও একই ইউনিয়নের ভারুয়াখালী এলাকার মহিউদ্দিনের মেয়ে রোমানা ইয়াসিন (১৫) কে বাল্যবিয়ে দেওয়ার জন্য আয়োজন চলছিল। এ খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়েছেন ইউএনও। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন তিনি। পরে ওই শিক্ষার্থীকে বাল্যবিয়ে দিবে না মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করেন তিনি।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খাঁন জানান, বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version