parbattanews

বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যাহারের দাবীতে বান্দরবানে বাঙ্গালী সংগঠনের সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কর্তৃক সংসদে দেওয়া বক্তব্যকে উগ্রসাম্প্রদায়িক, শান্তি-সম্প্রীতিবিনষ্টকারী, মিথ্যা বানোয়াট ও রাষ্ট্র বিরোধী হিসেবে আখ্যায়িত করে বান্দরবানে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ নেতৃবৃন্দ।

শনিবার (২ মার্চ) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে বাসন্তী চাকমার শাস্তি দাবী করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি মু. আতিকুর রহমান।

লিখিত বক্তব্যে আতিকুর রহমান অবিলম্বে বাসন্তী চাকমাকে সংসদে দেওয়া তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান। অন্যথায় তাকে তিন পার্বত্য জেলায় অবাঞ্চিত ঘোষণা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুসিয়ারি দেন।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান।

প্রসঙ্গত, আগামীকাল রবিবার (৩ মার্চ) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে একই কারণে মানববন্ধন করবেন বলে জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

Exit mobile version