parbattanews

বাস দূর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দিলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

Pic-10-01-16-2
স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে বাস দূর্ঘটনায় আহতদের সু-চিকিৎসা ও ঔষুধ ক্রয়ের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। রবিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে বাস দূর্ঘটনায় চিকিৎসারত ব্যাক্তিদের হাতে নগদ অর্থ ২ হাজার করে তুলে দেওয়া হয় এবং গুরুতর আহতদের এক্সরে খরচের জন্য ৭হাজার ৫০০টাকা প্রদান করেন চেয়ারম্যান।

এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা ও আরএমও ডাঃ মংক্যাচিং মারমা সাগর উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান দীর্ঘক্ষণ হাসপাতালে থেকে আহতদের সাথে কথা বলেন এবং আহতদের সু চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করেন। বাস দূর্ঘটনায় যেসব ব্যাক্তি ব্যবস্থাপত্র নিয়ে বাড়ীতে চলে গেছে তাদের পরিষদে যোগাযোগ করে প্রদত্ত অর্থ সংগ্রহের অনুরোধ জানান চেয়ারম্যান।

উল্লেখ, গত শুক্রবার (৮জানুয়ারী) খাগড়াছড়ি গামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি রাঙ্গামাটি শহরের রেডিও স্টেশন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Exit mobile version