বিআইটিএস ও আইএফএস-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

biTS-IFS Agreement

কর্পোরেট ডেস্ক:

২০১৩: ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান এবং দ্রুত প্রসারমান আইটি কোম্পানি ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিআইটিএস) এবং বিশ্বের অন্যতম এন্টারপ্রাইজ এ্যাপ্লিকেশন কোম্পানি আইএফএস একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তির আওতায় দু’টি প্রতিষ্ঠান ব্যবসা উন্নয়ন, কনসালটেন্সি ও আইটি সেবা প্রদানে একসাথে কাজ করবে।
বাংলাদেশে ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন এবং অন্যান্য খাতে ইআরপি সল্যুশন প্রদান করছে আইএফএস। এ চুক্তির ফলে স্থানীয়ভাবে আইএফএস-এর সেবা পাওয়া যাবে এবং বিদেশী নির্ভরতা কমবে।

আইএফএস-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব আসাঙ্গা মারাসিঙ্গে বলেন, “বিআইটিএস-এর সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। বৈশ্বিক ও আঞ্চলিক কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আমরা পার্টনারশিপ তৈরি করছি।”

বিআইটিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নওয়েদ ইকবাল বলেন, “আমাদের গ্রাহকরা এখন বিশ্বমানের আইটি সেবা পাবে। এর ফলে আমরা স্থানীয় কোম্পানিগুলোকে সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের আইটি সেবা প্রদান করতে পারবো।”

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন