বিআরটিএ রাঙামাটি সার্কেলে ডিজিটাল নাম্বার প্লেইট কার্যক্রম উদ্বোধন

rangamati 2
আলমগীর মানিক, রাঙামাটি:
মটর সাইকেল ব্যতীত পেশাদার, অপেশাদার বিভিন্ন ধরণের প্রায় দেড় শতাধিক যানবাহনে ডিজিটাল নাম্বার প্লেইট বসানোর লক্ষ্যে সোমবার বিআরটিএ রাঙামাটি সার্কেলে ডিজিটাল নাম্বার প্লেইট কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। সোমবার বাংলাদেশ মেসিন টুলস ফ্যাক্টরী (বিএমটিএফ) এর উদ্যোগে রেকট্রো রিপেকটিভ নাম্বার প্লেইট প্রজেক্ট এই কার্যক্রম শুরু করেন।

রাঙামাটি বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মোঃ গিয়াস উদ্দীন, সদস্য দৈনিক গিরির্দপন সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ ও চট্টগ্রাম রিজিনাল অপারেশন ম্যানজার (বিএমটিএফ)হেফাজত উল্লাহ এই সময় উপস্থিত ছিলেন।

রাঙামাটি বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মোঃগিয়াস উদ্দীন বলেন এই ডিজিটাল নাম্বার প্লেইট অনেক ধরনের কাজে আসবে।

বিআরটিএ বহনযোগ্য ডিজিটাল মেশিনের সাহায্যে গাড়ী মালিকের নাম ঠিকানা মোবাইল নাম্বারসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও রাতের বেলায় আলোবিহীন নাম্বার প্লেইট দেখা যাবে ।

হেফাজত উল্লাহ রিজিনাল অপারেশন ম্যানজার (বিএমটিএফ)চট্টগ্রাম জানায়, আগামীতে মটর সাইকেলের ডিজিটাল নাম্বার প্লেইট প্রদান করা হবে। এই প্রথম রাঙামাটি বিআরটিএ সার্কেলে শুরু করেছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন