বিএনপিই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে- ওয়াদুদ ভূইয়া

News Picture

পার্বত্য নিউজ ডেস্ক:

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপিই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে৷ তিনি আজ ২৫ আগষ্ট রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে (সি এম ইউ জে) বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

 বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি মি: নিয়ংগ্য মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে পাহাড়ের উন্নয়নের পরিবর্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে৷ গত ৫ বছরে উন্নয়নের নামে বিভিন্ন বরাদ্দ চুরি করে খেয়েছে৷

 পাহাড়ে উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, বিগত ২০০১-২০০৬ সালে বিএনপি পাহাড়ের সাধারন মানুষের পাশে থেকে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন ধর্মাম্বালম্বীদের ধর্মীয় উপাসনালয় নির্মান করেছে৷ তারই ধারাবাহিকতায় পাহাড়ে উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আগামীতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান৷

 এ সময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও যুগ্ন আহ্বাযক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর (উত্তর) তারিকুল আলম তেনজিন, সন্দ্বীপ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর ঠাকুর, খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদ ও জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.এন আবসার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দীপ্ত সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন