parbattanews

বিএনপির নির্বাহী কমিটিতে তিন পার্বত্য জেলার মাত্র ৭ জনের ঠাঁই

160806153812_mirza_fakrul_640x360_focusbangla_nocredit

স্টাফ রিপোর্টার:

সদ্য ঘোষিত বিএনপির  ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটিতে তিন পার্বত্য জেলা থেকে মাত্র ৭ জনের ঠাঁই হয়েছে।

গত শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত দলের পূর্ণাঙ্গ কমিটিতে  বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলা থেকে ৭ জন মনোনীত হয়েছেন। এর মধ্যে রাঙ্গামাটির কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ানকে সহ. উপজাতি বিষয়ক সম্পাদক, দীপেন দেওয়ানকে সহঃ ধর্ম বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদ ভুঁইয়াকে সহ. কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বান্দরবানের ম্য ম্যাচিংকে উপজাতি বিষয়ক সম্পাদক হিসেবে কমিটিতে রাখা হয়েছে।

এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে  বান্দরবানের সা চিং প্রু জেরী, খাগড়াছড়ির সমিরণ দেওয়ান, রাঙ্গামাটির রবীন্দ্র লাল চাকমাকে সদস্য করা হয়েছে। ৬ আগস্ট শনিবার  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Exit mobile version