parbattanews

বিএনপি নেতা সরফত আলী ও শফিউল বারী’র গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

DSCF4095

মোঃ আবুল কাসেম, খাগড়াছড়ি থেকে :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু কে গ্রেফতারের প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল। আদালত সড়কস্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে মিছিল বের হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ শেষে ভাঙ্গাব্রীজ ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মাজেদুল ইসলাম ভূইয়া সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক ইমাম হোসেন টুটুল এর সঞ্চালনায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা অবিলম্বে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্তে মুক্তি দাবী করেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, এ সরকার একদলীয় নির্বাচনে যেতে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন করে এক দলীয় নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে ওয়াদুদ ভূইয়ার  নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, যুবদল নেতা নিপু আহমেদ,  জেলা ছাত্রদল নেতা আসাদ, জাহেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আঃ রশিদ, আবুল হাশেম, সোহেল চাকমা মিন্টু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো: নাছির মৃধা, সহ-সাধারণ সম্পাদক কাউছার আলম রতন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন ভূইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হান্নান, বাস্তহারা দলের সভাপতি আলম, সম্পাদক মোঃ বাহার,  জেলা স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম খান, সম্পাদক আঃ মজিদ, সাংগঠনিক সম্পাদক খলিল সহ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতাকর্মী ও সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর কেন্দ্রীয় এ দু’ নেতাকে ঢাকা হতে ডিবি পুলিশ গ্রেফতার করে।  

Exit mobile version