parbattanews

বিএনপি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল: আমির খসরু মাহমুদ

বাঙ্গালী জাতীয়তাবাদ নয়, বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল, সব ভাষার মানুষকে নিয়ে যে রাজনীতি, সেটাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৯ অক্টোবর) বিকালে কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহার প্রাঙ্গনে প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কোন ধর্ম, কোন জাতি, কোন সংস্কৃতি এককভাবে দেশকে এগিয়ে নিতে পারেনা। দেশকে এগিয়ে নিতে হলে সাবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।

সকল জাতি এদেশের নাগরিক, ভোটের অধিকার সবার সমান। আমরা সব সময় বৌদ্ধ জাতির প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। দেশনেত্রী খালেদা জিয়া আজ বাইরে থাকলে অবশ্যই রামুতে আসতেন। তাঁর পক্ষ থেকে প্রয়াত ধর্মীয় গুরুকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি সমবেদনা জ্ঞাপনের জন্য আমি এখানে এসেছি।

বুধবার বেলা তিনটার দিকে বিএনপির এ প্রতিনিধি দল রামু কেন্দ্রীয় সীমা বিহারে পৌঁছে প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় অন্যন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহাজাহান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version