parbattanews

বিএমএসসি’র খাগড়াছড়িতে ২৪ বৎসর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুলাল হোসেন,খাগড়াছড়ি॥
”শিক্ষা, সাম্য, মৈত্রী ও প্রগতি এই শ্লোগানের  মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি)’র ২৪ বৎসর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে  শহরের পানখাইয়া পাড়াস্থ বটতলা থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন, মং সার্কেলের সার্কেল চীপ রাজা সাচিংপ্রু চৌধুরী।

র‌্যালীটি বটতলা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে টাউন হল মাঠে এসে শেষ হয়। র‌্যালী শেষে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএমএসসি’র জেলা কমিটির সভাপতি সাচিং মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,রাজা সাচিংপ্রু চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মারমা উন্নয়ন সংসদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য চাইথোঅং মারমা,বিএমএসসির সাবেক জেলা সভাপতি সানুমং মারমা।মারমা উন্নয়ন সংসদ সাবেক সম্পাদক ক্যজরী মারমা।

Exit mobile version