parbattanews

বিচ্ছিন্নতাবাদীরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে

বিজিবি
নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের থানচির গভীর জঙ্গলে পার্শ্ববর্তী দেশ মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত বিজিবি ও সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার রাতে বিজিবির পিলখানা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মায়ানমার সেনাবাহিনীও অভিযান চালাচ্ছে। তারা জানিয়েছে, তাদের অঞ্চলে আরাকান লিবারেশন পার্টি (এএলপি) ও আরকান আর্মির বিরুদ্ধে সে দেশের সেনাবাহিনীও অভিযান চালিয়ে যাচ্ছে।

গতকাল বুধবার বান্দরবানের থানছি উপজেলার দুর্গম রোমাক্রী ইউনিয়নের বড় মদক এলাকায় বিজিবির উপর গুলিবর্ষণ করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা। এতে একজন বিজিবি সদস্য আহত হন।

বিজিবির মহাপরিচালক ওই এলাকা পরিদর্শন করে এসে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাদের দমনের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মিয়ানমার আমাদের নিশ্চিত করেছে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সে দেশের সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। আরাকান লিবারেশন আর্মি (এএলপি) ও আরাকান আর্মিকে বাংলাদেশ থেকে নিশ্চিত না করা পর্যন্ত অভিযান চলবে।’

বাংলাদেশের দুর্গম এলাকা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কি না জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, ‘যেখানে বিজিবির উপর হামলা হয়েছে ওই এলাকা দুর্গম হওয়ায় বিজিবির তেমন বিচরণ নেই। যে কারণে বিচ্ছিন্নভাবে তারা থাকতে পারে, তবে অবশ্যই তা অভয়ারণ্য নয়।’

বিজিবির ওপর যারা হামলা চালিয়েছে তাদের সংখ্যা অর্ধশত হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এদের মধ্যে ৮ থেকে ১০ জন আহত হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। কেউ কেউ নিহতও হতে পারে।’

Exit mobile version