parbattanews

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে রাঙামাটিতে পালিত হলো যুব ফোরামের ডাকা অবরোধ

আলমগীর মানিক,রাঙামাটি:
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল,বনায়নের নামে পাহাড়িদের জমি বেদখল এবং রামগড়ে ৫০ পরিবারকে উচ্ছেদ ও সেখানে সেটলার পূর্ণবাসনের ষড়যন্ত্র বন্ধের দাবীতে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচী রোববার রাঙামাটিতে শান্তিপুর্নভাবে পালিত হয়েছে।

তবে সকালের দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের হেডম্যানপাড়া এলাকায় একটি জীপ গাড়ীতে অগ্নিসংযোগ ও তিনটি মোটর সাইকেল ভাংচুর করেছে পিকেটাররা।

জানা যায়, সড়ক ও নৌপথ অবরোধ চলকালে সকালের দিকে একটি খোলা জীপ শহরের মানিকছড়ি এলাকা থেকে কতুকছড়ির উদ্দেশ্য যাওয়ার সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের হেডম্যান পাড়া এলাকায় পৌছঁলে পিকেটাররা গাড়ীটি আটকিয়ে দেয়।
এতে গাড়ী চালক পিকেটারদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লে এক পর্যায়ে বিক্ষুদ্ধ পিকেটাররা জীপে আগুন ধরিয়ে দেয়।

আইন-শৃংখলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ীর আগুন নেভায়। এছাড়া একই সড়কে ১৪ মাইল এলাকায় পিকেটাররা তিনটি মোটর সাইকেল ভাংচুর করেছে। গতকাল অবরোধের সময় রাঙামাটিতে দুরাপাল্লার চলাচল বন্ধ ছিল।

তবে শহরের সিএনজিসহ অন্যান্য যানবাহন সীমিত আকারে চলাচল করেছে। শহরের রিজার্ভ বাজারের লঞ্চঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ উপজেলা সদরের উদ্দেশ্য ছেড়ে যায়নি।

Exit mobile version