parbattanews

বিজিবির অভিযানে অবৈধ কাঠ ও বাঁশ জব্দ

14459810_10209626101544636_1578810949_n

প্রেস বিজ্ঞপ্তি:

বিজিবির অভিযানে বিপুল পরিমান কাঠ ও বাঁশ জব্দ করা হয়েছে। বুধবার আনুমানিক রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এক অভিযান চালায়। নায়েব সুবেদার শ্রী অসীত কুমার নন্দী এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ৬ কিমি: পশ্চিম দিকে বাঁশখালি রেঞ্জ অফিসের দক্ষিণে হিন্দুপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারী দ্রুত পালিয়ে যায় ।  তবে উক্ত স্থান হতে ২৪৫.৯২ সিএফটি অবৈধ কাঠ এবং ১৬০ পিছ বাঁশ আটক করতে সক্ষম হয় বিজিবি। যার আনুমানিক মূল্য ৬,২১,২০০ (ছয় লক্ষ একুশ হাজার দুইশত) টাকা।

এদিকে বিজিবি কতৃক জব্দকৃত কাঠ কচ্ছপিয়া বনবিট অফিসে জমা করা হয়েছে বলেও নিশ্চিত করেছে বিজিবি সূত্র।

Exit mobile version