বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়িতে চোরাই কৃষি পণ্য উদ্ধার

naikoncori pic-6.9.2016

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানে নাইক্ষংছড়িতে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কৃষি পণ্য উদ্দার করেছে।

রোববার গভীর রাতে বিজিবির নায়েব সুবেদার শ্রী অমিত কুমার নন্দীর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে তিতারপাড়া তালতলা এলাকা হতে লাছাড়া ৮৩টি বস্তা ভর্তি গাছের ছাল ৩৮৮৬ কেজি, জুম তুলা ৪৮০ কেজি, গিলা বীজ ২৪০০ পিচ   আটক  করে। যার আনুমানিক বাজার মূল্য ২৩,৫২,৬৬০/-(তেইশ লক্ষ বায়ান্ন হাজার ছয়শত ষাট) টাকা।

সূত্র জানায়, অভিযানকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। আটককৃত  মালামাল কচ্ছপিয়া বনবিট অফিসে জমা দেয় বিজিবি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন