parbattanews

বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়িতে চোরাই কাঠসহ চাদেঁর গাড়ি আটক

kjyttr

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ বর্ডার গার্ড ৩১ ব্যাটালিয়ানের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠসহ চাদেঁর গাড়ি আটক করেছে।

সোমবার ৬জুন দুপুরে নাইক্ষ্যংছড়ি সদরের বিছামারা এলাকা থেকে এসব কাঠ আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হাবিঃ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিছামারা নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার ৫১.২২ সিএফটি অবৈধ কাঠ যার আনুমানিক মূল্য ১,৫৩,৬৬0/- টাকা এবং ১ টি চাঁন্দের গাড়ি আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ১৪,০০,০০০/- টাকা। উদ্ধারকৃত কাঠ এবং গাড়ির আনুমানিক মূল্য ১৫,৫৩,৬৬০/- টাকা।

অভিযানের সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারী দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি কতৃ্ক জব্দকৃত কাঠ ও গাড়ি  নাইক্ষ্যংছড়ি রেঞ্জ,লামা বনবিভাগ অফিসে জমা করা হয়েছে।

 

Exit mobile version